পিনিউজ ডেস্ক: সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগে বরিশাল নগরী থেকে মাসুম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৯ সেপ্টেম্বর) রূপাতলী থেকে তাকে আটক করা হয়।
র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ সেপ্টেম্বর নগরীর কাকলীর মোড়ের স্যামসাং শো রুম থেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে আতিকুল ইসলাম মাসুম (৪২) ২১ হাজার ৯’শ টাকা মূল্যের একটি মোবাইল ফোন নিয়ে যায়।
স্যামসাং কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে সিটি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে সনাক্ত করে র্যাব। পরে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান সনাক্ত করে শনিবার নগরীর রূপাতলী থেকে মাসুমকে আটক করা হয়।
আটককৃত মাসুম পটুয়াখালীর বাউফল থানার সিংরাকাঠি গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
এ ঘটনায় র্যাবের ডিএডি আল মামুন শিকদার বাদী হয়ে মহানগরীর কোতয়ালী থানায় চুরি ও প্রতারক আইনে মামলা দায়ের করেন।