জেলা প্রতিনিধি, পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা বন্দর যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (০২ সেপ্টেম্বর) রাতে উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ইকরামুল সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কমিটিতে মোঃ হাসান মাহামুদ (সুমন)-সভাপতি, অসিত কুমার বৈরাগী ও মোঃ মনিরুজ্জামান সিকদার-সহ-সভাপতি, মোঃ কামরুজ্জামান তুহিন- সাধারণ সম্পাদক, মোঃ সবুজ খান ও মোঃ শাকিল খান-যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মামুন হাওলাদার শিমুল, মোঃ মিরাজ হোসেন ও মোঃ নাজমুল হাসান-সাংগঠনিক সম্পাদক, মোঃ রুহুল আমিন মাতুব্বর-দপ্তর সম্পাদক, কৃষ্ণ কুমার ডাকুয়া-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মোঃ মঞ্জুরুল আলম (টুটুল) কে-ক্রীড়া সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।