বরিশালের গৌরনদীর বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসের চাম্বুল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় কাওছার সরদার (২৪) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত কাওছার সরকারি বরিশাল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং গৌরনদী উপজেলার ব্রাহ্মনগাঁও গ্রামের সিরাজ সরদারের পুত্র।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, কাওছার সরদার কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে পাগলামি করে আসছিলো। অভিভাবকরা ডাক্তারের ব্যবস্থাপত্রে মানসিক রোগীর চিকিৎসা চালিয়ে আসছিলেন।
তিনি আরও জানান, বুধবার রাত সাড়ে আটটার দিকে কাওছার তার বাবাকে গালিগালাজ করে বাড়ি থেকে বের হয়।
ধারণা করা হচ্ছে গভীর রাতে চাম্বুল গাছের সাথে গলায় ফাঁস দিয়ে কাওছার আত্মহত্যা করে। কারো অভিযোগ না থাকায় লাশের সুরাতাহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।