নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি। বিশেষ এ দিনটিতে মূলত নানানভাবে প্রিয়জনদের কাছে নিজের ভালোবাসা ফুটিয়ে তুলতে চান সবাই। তবে, কেউ কেউ আবার ব্যতিক্রম অনেক কিছুই করে থাকেন। এরকমই এক ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশাল জেলার বানারীপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জাহিদ হোসেন।
তিনি বিশ্ব ভালোবাসা দিবসে ফুল নয়, একটি মাদ্রাসায় ১৩টি পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বানারীপাড়া উপজেলার দিদিহার নলেশ্রী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের হাতে কোরআন শরীফ তুলে দেন এসএসআই জাহিদ হোসেন।
এএসআই জাহিদ হোসেন জানান, ফুলসহ নানানভাবে ভালোবাসা দিবস উদযাপন করে সবাই। কিন্তু আমি চিন্তা করলাম এ মাদ্রাসাটিতে কিছু কোরআন শরীফ দিই। যা পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত খুশি।