ফাইলফটো
নিজস্ব বার্তা পরিবেশক: বরিশাল নগরীর কাউনিয়ায় স্কুল পড়ুয়া কিশোরের এক ঘুষিতে প্রাণ হারিয়েছেন ৪২ বছর বয়সি এক গাড়ি চালক। এই ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত ওই কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডস্থ মৃধা বাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন কল্পনা একই ওয়ার্ডের মৃধা বাড়ির বাসিন্দা। দুই ছেলেমেয়ের জনক হেলাল উদ্দিন বরিশালের একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক ছিলেন।
আটককৃত কিশোর সাকিব ওই এলাকার কামাল উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া নুরুজ্জামানের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী এবং থানা পুলিশ জানিয়েছে, তুচ্ছ ঘটনা নিয়ে সাকিব ও হেলাল উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় সাকিব ক্ষুব্ধ হয়ে হেলালের মাথায় সজোরে ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ছগির হোসেন জানান, স্থানীয় কিশোরদের মাঝে মারবেল খেলা নিয়ে বিরোধ হলে নিহত হেলালকে শালিসদার মানা হয়।
শালিস করার সময় ওই কিশোর হেলালের ঘারে ঘুষি দেয় বলে প্রতক্ষদর্শীরা জানান। নিহতের ঘারে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তাছাড়া ঘটনার পরপরই অভিযুক্ত কিশোরকে স্থানীয়রা আটক করে থানায় খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরকে আটক করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত খুনের ঘটনায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি আজিমুল করিম।