শফিক মুন্সি
এখন না বেশ দারুণ আছি
সময়গুলো ভীষণ আনন্দে কেটে যায়
উষ্ণ তাপে কর্পূর উড়ে যাবার মতো
কখনো কখনো ফেসবুকের বিবর্ধক কাঁচ আঁকা জায়গাতে তোমার নাম ফেলি লিখে
তবে তা ভুলবশত
আচমকা জ্ঞান ফিরলেই সে নাম মুছে দেই
তবে তুমি ভেবে বসো না যে সবসময় সজ্ঞানে থাকি না আমি
মাঝেমধ্যে হয়তো একটু নেশা করে বসি
তবে তা শুধুই বন্ধুদের সঙ্গে
আচ্ছা মিথ্যে বলবো না
কখনো কখনো ওদের অগোচরেও
বাকিটা সময় আমি পূর্ণজ্ঞানে থাকি
স্বপ্নে একদম ঠিকঠাক দেখি
তোমাকে
তোমার সেই পরিচিত চাহনি,সেই চেনা হাসি
স্বপ্নের মাঝেই বুকে এসে বিঁধে
ঠিক যেমন বিঁধতো তুমি যখন ছিলে
আজ কতগুলো দিন পেরিয়ে গেলো
না আছো তুমি কাছে, না আছি আমি তোমার পাশে
হয়তো এমন কথা ছিল না
তবুও
কিইবা আসে যায় আর ; তোমার তীব্র অভাবে?
১৪-০২-২০২১
পূর্ব রূপাতলী, বরিশাল
শফিক মুন্সি
মিষ্টি রোদ বাড়াচ্ছে রোজ উত্তাপ
বাতাসে আগুন জ্বালিয়ে এসেছে ফাগুন
রোজ বিকেলে ছাদে চায়ের কাপ
তুমি বললে,সন্ধে নামার আগেই চলে আসুন
অফিস শেষে ফিরবার পথে রোজ
শহীদ মিনার এলাকায় মারি ঢুঁ
মনে মনে চলতে থাকে খোঁজ
পাই কিনা চাঁপাফুল সস্তায় একটু
ফেব্রুয়ারি মাসটা যেন কেমন
ভাষা আর প্রেমের রঙে রাঙা
প্রেমের গাড়ি ছুটুক যেমন তেমন
রক্তে রাঙা ইতিহাসেরই পাতা
কেমন লাগার আছে আরেক কারণ
একটু রাতেই ডেকে ওঠে যে ঝিঁঝি
এমাসে তোমায় গোলাপ দেওয়া বারণ
চাঁপার সঙ্গে তাই শিমুল – পলাশও খুঁজি
তোমার ছাদের ঐ চায়ের নিমন্ত্রণে
সঙ্গী হয় রক্তকাঞ্চন বা হিমঝুরি
খোঁপা সাজাও তুমি নিত্য নতুন ফুলে
পূবের বাতাস দিয়ে যায় সুড়সুড়ি